চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩০) খুন হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি।
সকালে বাবুল আক্তারের দুই সন্তানকে স্কুলে নেয়ার পথে নগরীর জিইসির মোড় দুর্বৃত্তরা মিতুকে প্রথমে ছুরিকাঘাত এবং পরে কয়েক কয়েক রাউণ্ড গুলি করেন।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন এ ঘটনা নিশ্চিত করেছেন।
জানাগেছে সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া বাবুল আক্তার দেশের একজন আলোচিত পুলিশ কর্মকর্তা।
মাত্র দুদিন আগে তিনি চট্টগ্রাম থেকে বদলী হয়ে সদর দপ্তরে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।