অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আমেরিকা প্রবাসীর অপহৃত শিশু ১৪ দিন পর উদ্ধার: গ্রেফতার ২

2
.

উখিয়া থেকে অপহৃত সাত বছরের এক শিশুকে ১৪ দিন পর কক্সবাজারের সদর থেকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প। উদ্ধার হওয়া শিশুর নাম সাকিবুল হাসান (৭)। তারা বাবা যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আমির হোছেন।

গ্রেফতারকৃত দুই অপহরণকারী হলো- টেকনাফের মোঃ আমীন (২২) ও কক্সবাজার সদরের মো. আলাউদ্দিন (৩০)।
সোমবার রাত সাড়ে ১২টায় র‌্যাব এ অভিযান চালায়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কক্সবাজারের উখিয়া থানার বড় ডেইল গ্রামের বাহার ছড়া এলাকা হতে গত ২১ ফেব্রুয়ারী বিকালে বাড়ির পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাকিবুল হাসান। এর পর ২৭ ফেব্রুয়ারী তার মা আয়েশা বেগম র‌্যাব কক্সবাজার ক্যাম্পে অভিযোগ করেন তার ছেলেকে অপহরণ করে মোবাইল ফোনে আড়াই লাখ টাকা পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবী করছে। দাবীকৃত মুক্তিপণের টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়।

অভিযোগ পাওয়ার পরপরই র‌্যাব গোয়েন্দা বিভাগ এ ব্যাপারে অনুসন্ধ্যানে নামে। এবং অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে র‌্যাব কক্সবাজার সদরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শিশু সাকিবুল হাসানকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।

২ মন্তব্য
  1. AWUF NAIJA News বলেছেন

    Cool post thanks really great

  2. Mahamud Rahaman বলেছেন

    ধন্যবাদRAB-7,দোআ করি আপনাদের সফলতা অব্যাহত থকুক।