অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রয়ের অভিযোগ

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

.

চট্টগ্রাম জেলা পরিষদ মালিকানাধীন গাছ বিক্রয় করায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে ও ইউপি সদস্য বাদশা মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ।

এ বিষয়ে গতকাল শনিবার (৪মার্চ) বোয়ালখালী থানায় লিখিত এ অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান সহকারী মো.আজিজ।

অভিযোগে বলা হয়, উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা এলাকার চট্টগ্রাম জেলা পরিষদ মালিকানাধীন বিভিন্ন প্রজাতির মূল্যবান ১৫টি গাছ ইউপি চেয়ারম্যান কাজল দে ও ইউপি সদস্য মো. বাদশা মিয়া স্থানীয় টিপু নামের এক ব্যক্তির কাছে বিনা অনুমতিতে ৫০হাজার টাকায় বিক্রয় করে দেন। এরমধ্যে ৮টি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান কাজল দে গাছ বিক্রয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, জেলা পরিষদের মালিকানাধীন গাছ ইউনিয়ন পরিষদ বিক্রয় করতে পারে না। এর এখতিয়ার ইউপি চেয়ারম্যানের নেই।

গাছ ইউপি চেয়ারম্যানের নির্দেশে বিক্রয় করা হয়েছে জানান ইউপি সদস্য বাদশা মিয়া।