অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ছয় বছরের কারাদণ্ড

0
.

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় বেলাল উদ্দিন নামের চোরাকারবারীকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এর আদালত এ রায় দেন। একই সাথে আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ মার্চ র‌্যাবের একটি দল চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৯ পিস সোনার বারসহ ফটিকছড়ি কেফায়েতনগর গ্রামের নূর আলমের ছেলে বেলালকে আটক করে । পরে ওই ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি মামলা করেন র‌্যাব।