অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেবর-ভাবীর মারামারি: গড়িয়েছে থানা পুলিশ

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

.

চট্টগ্রামের বোয়ালখালীতে দেবর-ভাবীর পারিবারিক বিরোধ ও মারামারির ঘটনা কোর্ট কাচারী পর্যন্ত গড়িয়েছে। থানা এবং আদালতে দায়ের হয়েছে পাল্টাপাল্টি মামলা। এ ঘটনা এলাকাতে বেশ আলোচনার ঝড় তুলেছে।

জানাগেছে গত ২৭ ফেব্রুয়ারী সোমবার হাজী নুরুল গণি (৬০) বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বড় ভাই মৃত ওসমান গণি চৌধুরীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে প্রধান আসামী করে দুই ভাতিজার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করেন।

আদালত তা আমলে নিয়ে পরবর্তী শুনানীর দিন ধার্য করেন বলে বাদীর আইনজীবী বিদ্যুৎ কান্তি বড়ুয়া জানান।

এর আগে জান্নাতুল ফেরদৌস(৪৫) বাদী হয়ে বোয়ালখালী থানায় মৃত সফিউল আলমের ছেলে দেবর হাজী নুরুল গণিকে প্রধান আসামী করে দেবরের স্ত্রী ও ছেলে বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, জায়গা জমির লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে গত ১৭ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরী বাড়িতে পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে দেবর ও ভাবী আহত হন।