অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে অনুষ্ঠিত হলো ইয়ুথ ফেস্টের বিভাগীয় পর্ব

0

চবি প্রতিনিধি:

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইয়ুথ ফেস্টের চট্টগ্রাম বিভাগীয় রাউন্ড। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম পর্বটি।

সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দীন, আইন অনুষদের ডিন ড. আবু নোমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. কামাল উদ্দীনসহ প্রমুখ।

আয়োজকরা আইডিয়া কম্পিটিশন, ইন্সপাইরেশন টক, ভ্যালু ডিসকাশন, স্কিল ওয়ার্কশপ, ওপেন মাইকসহ বেশ কয়েকটি অংশে এবারের আয়োজনকে বিভক্ত করেছে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট দেড় শতাধিক আইডিয়া জমা দেন।

এছাড়াও অনুষ্ঠানে অনুপ্রেরণার গল্প শোনান চবির সাবেক শিক্ষার্থী সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, সংগীত শিল্পী ও সাংবাদিক এলিটা করিম, আমরাই বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা আরিফ আর হোসাইন, ইয়ুথ অপরচুনিটিস এর সহ প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, আমরা গ্রুপের হেড অব মার্কেটিং সোলাইমান সুখন, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ফটোগ্রাফার প্রীত রেজা, মোটিভেশনাল স্পেশালিষ্ট  সামদানী ডন, ফিউচার লিডারস প্রধান নির্বাহী কাজী এম আহমেদ, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের পরিচালক আশরাফ বিন তাজ, ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন্স এর কান্ট্রি ম্যানেজার শাহানা শারমিন, সংগীত শিল্পী অবন্তী সিথি এবং ইউজার এক্সপেরিয়েন্স বিশেষজ্ঞ নাজমুল আহমেদ।