অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগ্রাবাদে ডাস্টবিনে পাওয়া গেলো দুই নবজাতকের লাশ

4
.

চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে স্খানীয় এলাকাবাসী। পরে লাশ দুটি দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত নবজাতকে লাশ দুটি ময়লার সাথে ডাস্টবিনে পড়ে থাকলেও পুলিশ উদ্ধার করেনি বলে জানান এলাকার লোকজন।

প্রতক্ষ্যদর্শী পথচারী মো. সেলিম জানান, সকালে অফিসে যাওয়ার পথে চৌমুহনী এলাকার কর্ণফুলী সিডিএ মার্কেটের মূল ফটকের বিপরীতে ময়লা ফেলার ডাস্টবিনে নবজাতক দুটি শিশুর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে অসংখ্য মানুষ ভীড় করে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও পুলিশ মরদেহ দুটি উদ্ধারের ব্যবস্থা নেয় নি।

.

উত্তর পাঠানটুলী ওয়ার্ডের ‍কাউন্সিলর মোহাম্মদ জাবেদ জানান,এলাকার লোকজন দুই নবজাতকের লাশ পড়ে থাকার কথা জানালে আমি ঘটনাস্থলে এসে দুটি লাশ ময়লার সাথে পড়ে থাকতে দেখে থানায় ফোন করেছিলাম। পরে দুপুরের দিকে এলাকার লোকজনই দুটি মরদেহ দাফনের ব্যবস্থা করেছে। কে বা কারা এ নবজাতক দুটি হত্যা করে ফেলে দিয়ে নিজেদের পাপ মুছে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য রেন তিনি।

এ ব্যাপারে সিএমপি’র ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম পাঠক ডট নিউজকে জানান, এক থেকে দেড় মাস বয়সী দুটি শিশুর লাশ পড়ে রয়েছে লোকমুখে পুলিশ পাঠিয়ে ছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। শুনেছি স্থানীয়রা তাদের মাটি চাপা দিয়েছে।

৪ মন্তব্য
  1. Rodrotonu Rt বলেছেন

    bodmais asob lok jara amon kaj korechen.

  2. Ashraf Uddin Mintu বলেছেন

    নবজাতকের জন্য পুলিশের মন গলেনা বড় গাড়ির দুর্ঘটনায় পুলিশের মন কাঁদে

  3. Robiul Hossain Juwel বলেছেন

    তাহলে এই ছিল ভালোবাসা দিবসে ফার্মেসি গুলোতে ভীড় জমানোর কাহিনী।

  4. Ayub Shahin বলেছেন

    “” অবিবাহিত মা “”
    (সময় নিয়ে পড়ার অনুরোধ রইল)

    কেমন আছো অবিবাহিত মা!
    কেমন আছে তোমার পোয়াতি শরীর ?
    এ বেলায় তোমার মন ভালো নেই কেন?
    আজ অনুশোচনার কালো শুকর তোমায় তাড়া করে ফিরে ।
    সতীত্ব ছেঁড়া প্রথম খুন প্রবেশে তোমার অন্তঃসত্ত্বা শরীর ।
    এক পুরুষ সিঁধ কাটে তোমার লজ্জার ঘরে ।
    কিন্তু আজ আর খোঁজ নেই সেই অজ্ঞাত পিতার ।
    আজ চুম্বন সঙ্গম যেন কালো শুকরের থাবা হয়ে ক্ষত -বিক্ষত করে শরীর ।

    পৌষের শেষে হয়তো মাতৃত্বের স্বাদ টুকু পাবে ।
    কিন্তু তোমার ধূসর জীবনে সে অমৃত শুধুই বিষ ।
    রাতের পর রাত শুধু কেঁদেছো তোমার স্ফিত উদর ছুঁয়ে ।
    যেখানে অনুশোচনার কালো ঘোড়া তাড়া করে ফেরে ।
    শ্রদ্ধায় অবনত শির সেই অবিবাহিত মায়ের প্রতি ।
    চোখের জল মুছে ফেলো আর কেঁদো না মা ।
    অজ্ঞাত ক্ষত শুকিয়ে ফেলো তোমার অনাগত সন্তান ভেবে ।
    ভুলে যাও সেই কালো রাত আর অজ্ঞাত ক্ষতের বিষ ।

    শেষ রাতে মোয়াজ্জিনের আজানের শব্দে স্রষ্টার মহত্ব প্রকাশ ।
    তীব্র প্রসব বেদনায় কেঁপে ওঠে অবিবাহিত মায়ের শরীর ।
    পার্কের গাছতলায় জীর্ণ-শীর্ণ পোশাকে তীব্র প্রসব বেদনা ।
    কোথাও কেউ নেই বেদনাময়ী আজ নিজেই দাইমা !
    আর সহ্য হয় না নিজেই হাত ভরে বের করে আনে বিশ্ব সন্তান !
    বাসি দুর্গন্ধ মুখের থুতু’ই আজ ভূমিষ্ঠ শিশুর মুখের মধু ।
    হাত দিয়ে ছিড়ে ফেলে নাড়ি সকাল অব্দি রক্ত ঝরে ।
    হায় রে গরীবের মাতৃত্ব স্বাদ ; কি নিষ্ঠুর তুমি !

    অবিচার অনাচারে আজ আর কেঁপে ওঠে না পৃথিবীর ভূমি !
    ধ্বংস ও আঘাত হানে না অজ্ঞাত নপুংসুকের চিত্তে ।
    কেমন আছেন সেই অবিবাহিত মা ?
    ছদ্মবেশী সমাজের সেবকেরা আজ নিষ্পাপ ।
    যতো পাপ যতো প্রায়শ্চিত্ত সদ্য জন্মানো শিশুর _
    যে দেখেনি পৃথিবীর অন্ধকার- আলোর খেলা, দেখেনি অজ্ঞাত সেই নপুংসুকের মুখ ।
    অবিবাহিত মায়ের সন্তান যেন বেওয়ারিশ লাশের মতো ।
    বেজন্মা,শুয়োরের বাচ্চা,জারজ সন্তান নামেই জায়গা হয় তাঁর ।

    নেই দায়িত্ব কর্তব্য নেই বিবেকের তাড়না সমাজ সেবকের ।
    নপুংসুক বলেই অবিবাহিত মায়ের সন্তান’কে বলে বেজন্মা ।
    হে অজ্ঞাত পিতা ,তুমি কোথায়;চক্ষু মেলে দেখতে চাই ।
    কতবার এভাবে লক্ষ লক্ষ শুক্রের বীর্য বিসর্জন!
    আজ তুমি সবার চোখে ছদ্মবেশী সাধুজন।
    সমাজের বেদিতে আজ তোমার জয়-ডংকা ।
    তুমি তো জানো গোলাপের পাপড়িতে মৃত দেহের শ্রাদ্ধ হয় না ।
    অবশেষে মাটির প্রয়োজন পড়ে শবের দুর্গন্ধ ঠেকাতে।