অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে শহীদ মিনারে হাতাহাতি মারামারি

1
হাতাহাতি মারামারিতে লিপ্ত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নেতারা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধাক্কা ধাক্কি ও মারামারিতে লিপ্ত হন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নামে একটি সংগঠনের নেতা কর্মীরা। গতকাল ২১ ফেব্রুয়ারীর রাতে এ ঘটনা পুরো শহীদ মিনার এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১২টা ০১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য লাইনে থাকা  অন্যান্য সংগঠনকে ডিঙ্গিয়ে শহীদ বেধিতে উঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি শুরু করে।  ১০/ ১৫  মিনিট ধরে চলা এ মারামারিকালে তাদের থামানো চেষ্টা করে ব্যর্থ হন আইন শৃংখলা দায়িত্বে থাকা পুলিশ এবং শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজকরা।

পুলিশ নিরাপত্তার বলয়ে ঘেরাও করে রাখে শহীদ মিনার।

পরে তাদের জোর করে নীচে নামিয়ে দেয়ার পরও দুই পক্ষ মারামারি এবং অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে।

এ ব্যাপারে সিএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, কার আগে কে ফুল দিবে তা নিয়ে হুড়োগুড়ি থেকে মারামারিতে জড়িয়ে পড়েছে ফুল দিতে আসা যুবকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সব সংগঠন শহীদ মিনারে শান্তিপূর্ণ ফুল দিয়েছে বলে জানান তিনি।

শহীদ মিনারে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, যারা ফুল দিতে এসেছেন তাদের মাঝে মুক্তিযোদ্ধের চেতনা কিংবা মহান ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এ পবিত্র স্থানে এসে বিশৃঙ্খলা এবং মারামারি করেছে। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেলফি তোলাকে তিনি মানষিক রোগ বলে আখ্যায়িত করেন।

শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছেন মেয়র আ জ ম নাসির উদ্দিন।

এদিকে ২১ এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক আর্পণ করেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ, সিএমপি কমিশনার ইকবাল বাহার ও জেলা পুলিশ সুপার।

এদিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতারা। শহীদ বেদিতে ফুল দিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসার পর নিচে আইনজীবীদের সাথে পুলিশের হঠাৎ উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ আইনজীবীদের লাঠি হাতে ধাওয়া দেয়।

.

এছাড়া নগর আওয়ামী লীগ বিএনপি, জাপা, জাসদ, যুবলীগ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা সৈনিকদের।

পরে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে। দলে-দলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকে ফুল নিয়ে। সর্বস্তরের নাগরিকের পদভারে জেগে উঠে স্মৃতির মিনার।

 

 

১ টি মন্তব্য
  1. Sma Razzak বলেছেন

    তাদের বাবারা যুদ্ধ করেছে, তারা তো কিছু একটা করতে হবে…….