অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

0

রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক উদয়পুর সীমান্ত ট্রাক খাদে পড়ে উল্টে গেলে নিহতের সংখ্যা বেড়ে এখন ৯ জন দাড়িয়েছে।

বুধবার বিকেল ৫ ঘটিকায় খাগড়াছড়ি থেকে মিনি ট্রাক যোগে যাওয়ার সময় সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ‘নব্বই ডিগ্রি’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় আরো ৫ জন আশংকা জনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার রাতে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান  সাড়ে ৫ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি খাদে পড়ে গেলে প্রথমে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয় পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে সর্বমোট ১৭ জন শ্রমিক ছিলেন।

মৃতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা হলেন মো: জসিম উদ্দিন (৩৫) পিতা- আব্দুর শুক্কুর, রামু কক্সবাজার ও মো: লালন মিঞা, পিতা- হাশেম ফকির, ইশ্বরগঞ্জ ময়মনসিংহ। বাকী ৭ জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল। তিনি জানান, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আব্দুল আউয়াল আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৪ জনের মরদেহসহ মোট ৯ জন নিহত হয়েছে এ দুর্ঘটনায়। হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলমান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জন হাসপাতালে আনার পথে মারা গেছেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।