অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়োজিদে জুতা কারখানার আগুন ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

0

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশী মালিকাধীন জুতা তৈরীর কারখানার আগুন ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টেক্সটাইল এলাকায় অবস্থিত ওই জুতার কারখানাটিতে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ৬ তলার ওই কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ আমাদের ৯ ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে ‘ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনের ঘটনায় কেউ হতাহতা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটিতে ফুটসোল প্রস্তুত হয়। ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে শ্রমিক-কর্মচারী কেউ ছিলেন না। এজন্য হতাহত হয়নি।

.

ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের ফায়ার ফাইটার শিবলি সাদিক বলেন, বিকাল সাড়ে ৪টা মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের আরও ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ‘কারখানায় ফুটসোল বানানো হয়। সেখানে প্রচুর দাহ্য পদার্থ আছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেগ পেতে হয়।’