অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানত বিমানবন্দরে আধাকেজি স্বর্ণের গুড়াসহ যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আধা কেজি ওজনের স্বর্ণের গুড়া সহ  মোহাম্মদ নেজাম উদ্দিন নামে এক প্রবাসীকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৭ মার্চ) সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই প্রবাসী।  এসময় এনএসআই টিম তাকে  তল্লাশী করে ট্যাপ দিয়ে মুড়িয়ে ব্যাগের ভেতরে গুঁড়ো করা স্বর্ণ উদ্ধার করা হয়।  আটক যাত্রী নেজামের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।