অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মধ্যরাতে গাজীপুরে পোশাক কারখানায় আগুন

0
.

মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরের উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের নোমান গ্রুপের নাইস ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ই মার্চ) রাত ১১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব হোসেন জানান, কারখানার ডাইং মেশিনে চিমনিতে বৈদ্যুতিক শর্ট শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এঘটনায় কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কে অবগত করার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়া। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের যাওয়ার আগেই কারখানার অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হয়।

নোমান গ্রুপের নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে নোমান নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তাৎক্ষণিক ভাবে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপক টিম কাজ শুরু করে। এর কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।