অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে আগুনে মৃতের সংখ্যা ৪৫, ৩৯ জনের পরিচয় শনাক্ত, লাশ হস্তান্তর

0
.

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে লাগা আগুনে নিহত ৪৫ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ৬ মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে। পরিচয় শনাক্ত হওয়া ৩১ মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান জানান, এই ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। ৩১ মরদেহের কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ৬টি মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাই তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, মরদেহ হস্তান্তরের কাজটি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ করছে। আমরা তাদেরকে সহায়তা করছি। এ ছাড়া মৃতদের পরিবারের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল নন তাদেরকে আমরা ২৫ হাজার টাকা করে সহায়তা করেছি।

এর আগে শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।