অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার ২য় পর্ব

0
.

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। সেই সঙ্গে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমা।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় পৌনে ১২টায়।

আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় লাখো মানুষের কান্নার আওয়াজে ইজতেমার ময়দানে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে তুরাগতীর।

সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদেল ঢল নামে। ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারো অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।

শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ইজতেমা ময়দানে ভিড় বাড়ে। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নিয়েছেন আশেপাশের সড়কে, বিভিন্ন ভবনের ছাদে।

হেদায়েতি বয়ানের পর ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভি আখেরি মোনাজাত পরিচালনা করেন।