অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চেকের মামলায় মেজর অব. মান্নানের স্ত্রীকে কারাগারে প্রেরণ

0

চট্টগ্রামে চেক ডিজঅনার মামলায় দণ্ডিত আসামী ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেক ডিজঅনার মামলায় (নম্বর- ৩৩৯৮/২৩) সিআর মামলা নম্বর- ৯৮৫/২০ (ডবলমুরিং) ধারা-এন.আই অ্যাক্টের-১৩৮ আসামি উম্মে কুলসুমা মান্নান। এই মামলায় আদালত রায় দিয়েছিলেন। রায়ে দণ্ডিত হন আসামি উম্মে কুলসুমা মান্নান।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ হোসেন বলেন, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত আসামি উম্মে কুলসুমা মান্নান।  আজ মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায়ের আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে।