অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ড. ইউনূসের আপিল গ্রহণ, আত্মসমর্পণের পর স্থায়ী জামিন

0
.

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের আপিল গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। রোববার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আইনজীবীকে সঙ্গে নিয়ে ড. ইউনূসসহ অন্যান্যরা শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হন। আত্মসমর্পণের পর আদালত তাকে স্থায়ী জামিন দেন।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আসামিরা শ্রম আইন ২০০৬ এর ধারা ৪(৭) (৮), ১১৭, ২৩৪ এর বিধান লঙ্ঘন করে আইনের ৩০৩(৫) ও ৩০৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।