অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আরো ৪ মামলায় আমীর খসরুর জামিন

0
.

রাজধানীর পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে করা পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে চার মামলায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আমীর খসরুর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ও অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

আইনজীবী ওমর ফারুক ফারুকী এ প্রতিবেদককে বলেন, নাশকতার অভিযোগে করা পৃথক চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপর চারমামলার নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর নথি আসা সাপেক্ষে আজ শুনানি এবং আদেশ হতে পারে।