অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আড়াই বছর পর জামিনে মুক্ত জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

0
.

দীর্ঘ আড়াই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বুধবার সন্ধ্যা৭ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এর আগে জামিন পেলেও কয়েক দফা কারা ফটক থেকে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এই সংসদ সদস্যকে।

শাহজাহান চৌধুরীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের বলেন, ‘বেশ কয়েক দফায় কারা ফটক থেকে শাহজাহান চৌধুরীকে আটক করে কারাগারে রাখা হয়। সর্বশেষ আজ বুধবার সন্ধ্যার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।’

সূত্র জানায়, হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৫ মে ঈদুল ফিতরের আগের রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে শাহজাহান চৌধুরীকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।