অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ২৪

0
.

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) হামলা চালিয়েছে। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ২৪ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেই সঙ্গে চালানো হয় গুলি।

টিজেপি একটি বিবৃতি বলেছে, পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

রাজ্যের পুলিশ কর্মকর্তা কামাল খান জানান, আফগান সীমান্ত অঞ্চল খাইবার পাখতুনখোয়া শহর ডেরা ইসমাইল খানে এই হামলার ঘটনা ঘটে। প্রদেশটি জঙ্গি পাকিস্তানি তালেবান গোষ্ঠীর একটি প্রাক্তন শক্ত ঘাঁটি, যেটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামেও পরিচিত।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।