অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আনোয়ার সভাপতি ও পারভেজকে সম্পাদক করে ‘উত্তর জেলা আইনজীবী পরিষদের’ কমিটি গঠিত

0
.

চট্টগ্রাম আদালেত কর্মরত উত্তর চট্টগ্রামের আইনজীবীদের উদ্যোগে ‘উত্তর জেলা আইনজীবী পরিষদ’ এর ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণের লক্ষ্যে দলমত নির্বিশেষে একটি সার্বজনীন সংঘটন হিসেবে ‘উত্তর জেলা আইনজীবী পরিষদ’ এর আত্মপ্রকাশ।

সোমবার (২১ নভেম্বর) সংগঠনের এক আলোচনা সভা সংঘটনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কে.আর.এম.খাইরুদ্দীন মাহমুদ চৌঃ হীরুর সভাপতিত্বে সংঘটনের সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় কোর্ট বিল্ডিংস্থ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

.

সভায় সর্বসম্মতিক্রমে মানবপাচার ট্রাইব্যুনাল এর স্পেশাল পিপি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন আজাদকে সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসেসমেন্ট রিভিউ বোর্ডের সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজকে সাধারণ সম্পাদক, নুয়েসলা সাবেক সভাপতি এডভোকেট কে.আর.এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হীরুকে সিনিয়র সহ সভাপতি নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পি.পি ফিরোজ উদ্দিন তারেককে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নুয়েসলার বর্তমান সভাপতি এডভোকেট আবছার উদ্দিন হেলালকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবপাচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন আজাদ, উত্তর জেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক এডভোকেট আবছার উদ্দিন হেলাল, নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পি.পি. এডভোকেট ফিরোজ উদ্দিন তারেক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট অলি আহাম্মদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মঞ্জুর হোসেন, উত্তর জেলা আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট মোহাম্মদ ওমর ফারুক, উত্তর জেলা আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট মীর এম. এম. আজম সহ উত্তর জেলার বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

পাঁচ সদস্য বিশিষ্ট ‘উত্তর জেলা আইনজীবী পরিষদ’ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা উত্তর জেলা আইনজীবী পরিষদকে দলমত নির্বিশেষে একটি সার্বজনীন সংঘঠন হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। -প্রেসবিজ্ঞপ্তি।