অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আওয়ামীলীগ তারেক আতঙ্কে ভুগছে

0
মহানগর যুবদলের সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাদ হোসেন।

পুলিশের বাধাঁ উপেক্ষা করে চট্টগ্রামে বিক্ষোভ করেছে যুবদলের ছাত্রদলের নেতা কর্মীরা। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দিনভর চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর যুবদল ছাত্রদল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সকালে মহানগর যুবদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন, আওয়ামীলীগ তারেক আতঙ্কে ভুগছে। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের মামলা নতুন কিছুই নয়। ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামীলীগ রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে ঝাপিয়ে পড়ে তারেক রহমানকে কিভাবে ঘায়েল করা যায়। মামলা দিয়ে তারেক রহমানকে দুর্বল করা আওয়ামীলীগের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা শাহজাহান কবির শাহীন, আজমল হুদা রিংকু, নুর আহমদ গুড্ডু, সাইফুর রহমান শপথ, নুর হোসেন নুরু, ইকবাল হোসেন, সালামত আলী, ইকবাল পারভেজ, জসিম উদ্দিন, রাশেদুল হাসান মিল্টন, মো: জীবন, আবদুল হাই, মো: আজাদ, ফজলুল হক সুমন, হেলাল হোসেন, রাজু খান, লুৎফুর রহমান, আবদুল জলিল, সাইফুল আলম, মনোয়ার হোসেন মানিক, মাহবুবুর রহমান, মনজুর কাদের, মো: রফিক, শহীদ ইকবাল, বজল আহমদ, মো: নওশাদ, শাহাদাত হোসেন ওয়াসিম, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মো: ইউসুফ, মো: ইয়াছিন, মো: অপু, মো: সাকিব, মো: বাপ্পী, মো: হারুন, মো: মামুন, ফারুক হোসেন স্বপন, নিজাম উদ্দিন, মো: শহীদ প্রমুখ।

নগর ছাত্রদলের বিক্ষোভ:

নগর ছাত্রদলের মিছিলের পুলিশের বাঁধা।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জয়প্রিয়তা ও রাজনৈতিক দূরদর্শিতার কাছে আওয়ামীলীগ পরাজিত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর  বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে ষড়যন্ত্র করে দেশের বাইরে থাকতে বাধ্য করছে আওয়ামীলীগ। বিগত ১/১১ অবৈধ সরকারের সময় তারেক রহমানের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের যে স্টীম রোলার চালানো হয়েছে তার কারণে তিনি আজও অসুস্থ্য অবস্থায় যুক্তরাজ্যে চিকিৎসা নিচেছন। কিন্তু আওয়ামীলীগ সেখানেও তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভূয়া মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে রবিবার বিকালে নগরীর কাজী দেউরী এলাকায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি নগরীর কাজীর দেউরী মোড় হতে শুরু হয়ে নূর আহমদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশী বাধার সম্মুখীন হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নগর ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন টিটু, শাহীন হায়াত, সামিয়াত আমিন জিসান, জাফরুল হাসান রানা, মোঃ হানিফ, মোঃ রাসেল, রাসুদ ইসলাম, শফিউল আলম, মীর ছাদেক অভি, সাব্বির সরওয়ার, ইরফান বাদশা, জিয়াউদ্দিন রনি, মোঃ মোস্তফা, আরমান চৌধুরী, নুর নবী, এন মোহাম্মদ রিমন, কুতুব উদ্দিন, সৌরভ দাশ, তারেকুল ইসলাম মাসুদ, আকিব জাবেদ, মোস্তাফিজুর রহমান, মোঃ আলী হোসেন, আব্দুল হক, নুরুল কবির, মাহমুদুল ইসলাম রাহাদ, রিয়াদ মাহমুদ, মোঃ রিদুওয়ান প্রমুখ।

পুলিশী বাধায় উত্তর জেলা যুবদল:

উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ চলাকালে নাসিমন ভবনের সামনে পুলিশ বাঁধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর নাসিমন ভবন হইতে বের করতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। ছাত্রদল নেতাকর্মীদের সাথে এই সময় পুলিশের বাকবিতান্ড হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের দু’জনকে নেতাকে আটক করলেও পরে পুলিশ ছেড়ে দেয়। এর পূর্বে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উত্তর জেলা ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ছালাউদ্দিন।

সংগঠনের সভাপতি জাহিদুল আফছার জুয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, জেলা বিএনপি’র নেতা জহুরুল ইসলাম, জামসিদুর রহমান, মো: মোরসালিন, মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, জেলা ছাত্রদলের আবুল কালাম আজাদ, ওমর ফারুক ডিউক, তকিবুল হাসান চৌধুরী তকি, শাখাওয়াত হোসেন শিমুল, এমরান উদ্দিন, মো. ইসমাইল, ফরিদ আহমেদ, রেজাউল করিম রিয়াদ, মো. নুরুল আবছার, মামুনুর রশিদ মামুন, হেমায়েত উল্লাহ, নুরুল কবির তালুকদার, রাবিদুল ইসলাম মিঠু, আলাউদ্দিন জনি, মিজানুর রহমান টিপু, শাহরিয়ার আলম সজীব, সম্রাট, কামরুল অপু, মো. আলাউদ্দিন, আবদুল মোবিন, ওহিদুল ইসলাম টিটু, সাব্বির হোসেন নয়ন, মঞ্জুর আলম, নুরুদ্দীন সরোয়ার হোসেন রুবেল, ফরহাদ হোসেন, ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন, এমরান আনোয়ার, সায়মন, মুন্না, আনোয়ার হোসেন, নওশাদ আলম, মোমিন উদ্দিন, মো. ইসমাইল হোসাইন, মো. আরিফ, গোলাম রব্বানী, রনি তালুকদার, কামরুল হাসান, জয়নাল আবেদীন সাঈদ, আরমান, জাকের হোসেন, মো. রাজিব, আনিসুর রহমান, নাঈম, সাইফুল আমিন, রিয়াদ হোসেন, ইয়াছিন আরাফাত, আসিক চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে সরকার একের পর এক মামলা রুজু করছে। মামলা দিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা টেকানো যাবে না।