অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এক কোটি ২৫ লাখ টাকার সোনার বারসহ ৩ যুবক গ্রেপ্তার

0
.

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি সোনার বারসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত সোনার বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা।

গতকাল শনিবার (১১ নভেম্বর) রাতে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর নামকস্থানে অভিযান চালিয়ে এ সোনার চালানটি আটক করা হয়।

আটকৃতরা হলেন, আজমীর, জালাল ও নুরুজ্জামান। তাদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামকস্থানে রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি।কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল থেকে দৌলতপুরের দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তিনজনকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। সোনার বারগুলো অভিনব কায়দায় শরীরে লুকায়িত ছিলো।

উক্ত সোনার বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামি ও মোটরসাইকেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।