অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শ্রম আদালতে হাজির ড. মুহাম্মদ ইউনূস

0
.

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করতে আদালতে পৌঁছেছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টা ১৫ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে উপস্থিত হন তিনি।

এদিন ড. মুহাম্মদ ইউনূসসহ মামলার চারজন আসামি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখা এবং সাফাই সাক্ষীর দিন ধার্য রয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আদালত ৯ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামির আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার দিন রাখেন।

ড. ইউনূসসহ চারজনের পক্ষে আদালতে এ মামলার শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। অপর দিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।