মির্জা ফখরুল, আমীর খসরুসহ সকল নেতার মুক্তি দাবী করে ১০১ জন পেশাজীবী নেতার বিবৃতি

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ১০১ জন পেশাজীবী নেতা বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জাতীয় ও জেলা পর্যায়ের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান।
বিবৃতিদাতারা বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে বিনা উস্কানিতে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলা ও পরবর্তীতে শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশের ৮ হাজার নেতাকর্মীকে জেলা ও রিমান্ডের ঘটনার তীব্র নিন্দা করেছেন। নেতৃবৃন্দ বলেন, একদলীয় নির্বাচন করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এই মহাসমাবেশকে ভ-ুল করেছে রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে। তদুপরি আদালতকে ব্যবহার করে বয়োবৃদ্ধ জাতীয় নেতৃবৃন্দকে রিমান্ডে নিচ্ছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
তাছাড়া ঢাকার সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের বিরুদ্ধে হত্যা মামলা এবং বাসভবনে উপর্যপরি তল্লাশির নিন্দা জানিয়ে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক নছরুল কাদির, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. বদরুল আনোয়ার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, ড্যাব চট্টগ্রাম জেলা সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দিন, শিল্পপতি সারোয়ার আলমগীর, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক, এড. মফিজুল হক ভূঁইয়া, ইউনাইটেড ল ফোরামের এড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. জহুরুল আলম, এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. ফয়েজ, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি এড. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন, এড. আলাউদ্দিন, এড. দেলোয়ার হোসেন চৌধুরী, এড. জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, এড. আবদুস সাত্তার সরোয়ার, এড. মকবুল কাদের চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সমাজসেবক জসিম ফিরোজ, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন আলী, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ডা. মো. ইছা চৌধুরী, ডা. সরোয়ার আলম, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সাকিবুর রশিদ, ডা. ইফতেখার লিটন, ইঞ্জি: মো.ওসমান, ইঞ্জি: আতিকুজ্জামান বিল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাফা, সাধারণ সম্পাদক সাইফুল আলম, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, ডা. কামরুন্নাহার দস্তগীর, ডা. আশরাফ কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সালাহউদ্দিন আলী, মাহবুব রানা, ডা. শাহনা বেগম, ডা. আবদুল মোতালিব, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. জিয়াউদ্দিন, এড. জহিরুল আলম, ডা. ফয়জুর রহমান, ডা. রাজীব চৌধুরী, ডা. মো. ইয়াছিন, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, এম. মনজুর উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ডা. রাসেল ফরিদ, এড. আজিজুল হক, ডা. কাজী মাহবুব আলম, ডা. সৈয়দ মাহমুদুল ইসলাম, ডা. ফেরদৌস আরা সালমা, ডা. হোসনে আরা বেগম, ডা. রিফাত আক্তার, এড. বিলকিস আরা মিতু, এড. রুনা কাশেম, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. ময়নাল হোসেন, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. আয়শা আক্তার সনজি, ডা. হাসান আল মান্না, ডা. সাগর আজাদ, ডা. আহমদ উল্লাহ চৌধুরী, ডা. নুরুল আবছার খান, ডা. মিনহাজুল আলম, ডা. মো. মঈনউদ্দিন, ডা. সাকিবুর রশিদ, এড. তৌহিদুল ইসলাম, সাংবাদিক এফ.এ.এফ রুমি, নারীনেত্রী আরজু শাহাবউদ্দিন, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আলামিন, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ প্রফেসর ডা. লুৎফর রহমান, ডা. সুলতান মাহমুদ হাসান, এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক আবু নাছের, অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক মো. আবদুল মাবুদ, অধ্যাপক জহুরুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম ও গোলাম ফারুক।