অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারত থেকে আনা নতুন আলুর প্রতি কেজি ২৪০ টাকা

0
.

ভারত থেকে আনা নতুন আলু উঠেছে নীলফামারী জেলার বিভিন্ন বাজারে। পাইকারিতে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরায় এটি সর্বোচ্চ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, দেশি আলু বিক্রি হচ্ছে ৩৩ টাকা কেজি দরে। আবার জাত ভেদে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আলু। আর ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি।

তবে কয়েকজন বিক্রেতাকে ভারতীয় নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। তারা এসব আলু কেজি প্রতি ২৪০ টাকায় বিক্রি করছিলেন।

পাইকারী বাজারের ব্যবসায়ী আফতাব হোসেন জানান, এ আলু ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে বাজারে এসেছে। ক্রেতারা শখ করে এতো দাম নিয়ে ভারতীয় নতুন আলু কিনছেন। তবে দাম বেশি হওয়ায় আড়াইশ গ্রামের বেশি কেউ কিনছেন না।