অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

0
CTG PIC-raozan-
মাত্র পাঁচমাস আগে বিয়ের পিড়িতে বসেছিল রুবি দে। যৌতুকের অভিসাব কেড়ে নিল তার প্রাণ

চট্টগ্রামে বিয়ের পাঁচ মাসের মাথায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার জেলার রাউজান উপজেলার চিকদাইর এলাকায় রুবি দে (২২) নামের উক্ত গৃহবধূ নিহত হন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ দাবিকৃত যৌতুকের স্বর্ণের চেইন ও জামাই খানা খাওয়াতে না পারায় নির্যাতন করে তাদের মেয়েকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।

তবে স্বামী পক্ষের দাবি কোন কারন ছাড়াই রুবি বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত রুবি দে উপজেলার ডাবুয়া কলমপাতি গ্রামের পুরাতন কেরানীর বাড়ির নোনা দে’র মেয়ে । গত পাঁচ মাস আগে চিকদাইর ইউনিয়নের পালপাড়া মৃত সুরেন্দ্র লালের ছেলে টিটু চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল।

স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাঁরা দু’জনই স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ মেম্বারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোরে বিষপান অবস্থায় স্থানীয় লোকজন রুবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সুজন দে বলেন ‘বিয়ের সময় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন দেয়া হয়েছিল স্বামী টিটুকে। তার দাবি ছিল আরো একটি স্বর্ণের চেইন ও দুশত বরযাত্রী নিয়ে জামাই খানা খাওয়া। কিন্তু আমাদের পরিবারের সেই সামর্থ না থাকায় টিটুর দাবি মেটানো সম্ভব হয়নি। এ নিয়ে গত রোববার রাতেও স্বামী টিটু ও তার বড় বৌদি শিল্পী চৌধুরী আমার বোনকে মারধর করেছে।