অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে রাস্তায় ফেলে দেয়া নবজাতককে উদ্ধার করলো পুলিশ, মা আটক

0
.

চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় ফুটপাত থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বন্দর অফিসার্স আবাসিক কলোনির সামনে থেকে মঙ্গলবার ওই নবজাতকে উদ্ধার করে পুলিশ।

নবজাতকের বয়স একদিন। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফেলে দেয়া হয়েছে। পরে ওই নবজাতকের মাসহ দুইজনকে আটক হয়। নবজাতকটিকে পুলিশের তত্ত্বাবধানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এক নারীর হেফাজতে রাখা হয়েছে।

এই ঘটনায় পুলিশ নবজাতক শিশুর মাকে আটক করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, ফুটপাত থেকে উদ্ধার করা শিশুটি সুস্থ আছে। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে শিশুটির মা ও মামা মিলে তাকে সেখানে ফেলে যায়। পরে নবজাতকের মা ইফফাত জাহান সুমাইয়াকে আটক করা হয়। সুমাইয়া নবজাতককে নিজের সন্তান বলে স্বীকার করলেও তার পিতার পরিচয় দিতে চাননি। তিনি নিজ সন্তানকে রাখতে চান না বলেই রাস্তায় ফেলে গেছেন বলে স্বীকার করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে আদালতে চালান দেয়া হয়েছে। নিজ সন্তানকে অস্বীকার করা অপরাধ, এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।