অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে যুবককে কোপানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশের হামলা

0

চবি প্রতিনিধি:

.

হাটহাজারী থানার ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনীস্থ এক যুবককে কুপিয়ে আহত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশ হামলা চালিয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফতেয়াবাদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায, গত ২১ জানুয়ারি শনিবার বিকালের দিকে ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী গেলে সেখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী নুরুল আজম তুষার নামক এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

.

আহতের বড় ভাই নুরুল আবছার রুবেল পাঠক নিউজকে জানান, ঘটনার দিন তুষার পৈত্রিক সম্পত্তি দেখতে ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী গেলে ভুট্টো, সুমন, শুক্কুরসহ ১০-১২জন চিহ্নিত সন্ত্রাসী সন্দ্বীপ কলেীনস্থ জন্টুর দোকানের সামনে তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে আহত তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

.

এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে এবং হাসান ওরফে লেংগা হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানান।

এদিকে নিরীহ যুবক নুরুল আজম তুষারকে আহত করার প্রতিবাদে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ফতেয়াবাদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় জনতা।

আয়োজকরা জানান, মানববন্ধন শুরু হলে পুলিশ এলোপাতাড়ি লাঠি, হকি স্টিক দিয়ে জনতার উপর হামলা চালায়। এতে ১০-১৫জন মতো আহত হয়। ঘটনার সময় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় জনতা বিনা কারণে পুলিশি হামলায় ক্ষোভ প্রকাশ করেন।