অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে কানাডার দুই পুলিশ সদস্যকে সমন

0
.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে আলোচিত নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্য মিস্টার কেভিন ডুজ্ঞান ও লিয়ড স্কুইপ্পকে সমন জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নবম (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ৩০ অক্টোবর তাদের আদালতে এসে সাক্ষ্য দিতে এ সমন জারি করেছেন।

বৃহস্পতিবার মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী বাদীকে জেরা করেন। জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম জেরা করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন জাকির হোসেন ভূঁইয়া, জিয়া উদ্দিন জিয়া। দুদকের পক্ষে ছিলেন পিপি মোশাররফ হোসেন কাজল।

অন্যদিকে নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাক্ষীদের সাক্ষ্য নেয়া বন্ধ চেয়ে এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার এ আবেদনের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (এফবিআই) এক কর্মকর্তাকেও হাজির করতে রাষ্ট্রপক্ষের সমন ইস্যুর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে এ মামলার আসামি গিয়াস উদ্দিন আল মামুন ও সেলিম ভূঁইয়ার পক্ষে গত ১২ সেপ্টেম্বর তাদের আইনজীবী জেরা শেষ করেন। খালেদা জিয়ার পক্ষে জেরার জন্য সময় আবেদন করা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর আগে গত ২৩ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন এ মামলার বাদীর আংশিক জবানবন্দী গ্রহণ করা হয়।

গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নবম (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।