অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেগম জিয়ার কারামুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দের বিবৃতি

0
.

রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ। পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিদাতারা বলেন, বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে আহ্বান জানান। অন্যথায় যেকোনো ক্ষতির দায়ভার সরকারকেই বহন করতে হবে এবং এ অন্যায় কাজ দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে আপোষহীন নেত্রী। সারাদেশে এবং সমগ্র বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। অসুস্থতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তথাপি তার প্রতি ফ্যাসিস্ট সরকারের হিংসামূলক কর্মকান্ড ও অপপ্রচার বন্ধ হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আজ মানবাধিকার ও বিবেকের মৃত্যু ঘটেছে। উল্লেখ্য গত ৯ই আগস্টে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আজ পর্যন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা প্রতিনিয়ত তাকে বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরমর্শ দিচ্ছেন। কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত না করে চিকিৎসার মতো মানবিক বিষয়টিতেও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে। পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, পরবর্তীতে চিকিৎসার চরম অবহেলায় তিনি আজ নানাবিধ জটিল রোগে আক্রান্ত। পাশাপাশি পুরনো আর্থাইটিস ও ডায়াবেটিসের সুচিকিৎসা না হওয়ায় সেগুলোও জটিল আকার ধারণ করেছে। এই সকল বিষয়ের দায়ভার বর্তমান অগণতান্ত্রিক সরকারকেই নিতে হবে।

আমরা পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ দাবি জানাচ্ছি- রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে তাকে কারামুক্তি ও বিদেশে প্রেরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। অন্যথায় তার শারিরীক যেকোনো ক্ষতির দায়ভার সরকাকেই বহন করতে হবে এবং এ অন্যায় কাজ দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে। বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নছরুল কাদির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, ড্যাব চট্টগ্রাম জেলা সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দিন, শিল্পপতি সারোয়ার আলমগীর, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক, এড. মফিজুল হক ভূঁইয়া, ইউনাইটেড ল ফোরামের এড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. জহুরুল আলম, এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. ফয়েজ, এড. আলাউদ্দিন, এড. দেলোয়ার হোসেন চৌধুরী, এড. জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, এড. আবদুস সাত্তার সরোয়ার, এড. মকবুল কাদের চৌধুরী, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, সমাজসেবক জসিম ফিরোজ, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ডা. মো. ইছা চৌধুরী, ডা. সরোয়ার আলম, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সাকিবুর রশিদ, ডা. ইফতেখার লিটন, ইঞ্জি: মো.ওসমান, ইঞ্জি: আতিকুজ্জামান বিল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাফা, সাধারণ সম্পাদক সাইফুল আলম, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, ডা. কামরুন্নাহার দস্তগীর, ডা. আশরাফ কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সালাহউদ্দিন আলী, মাহবুব রানা, ডা. শাহনা বেগম, ডা. আবদুল মোতালিব, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. জিয়াউদ্দিন, এড. জহিরুল আলম, ডা. ফয়জুর রহমান, ডা. রাজীব চৌধুরী, ডা. মো. ইয়াছিন, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, এম. মনজুর উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ডা. রাসেল ফরিদ, এড. আজিজুল হক, ডা. কাজী মাহবুব আলম, ডা. সৈয়দ মাহমুদুল ইসলাম, ডা. ফেরদৌস আরা সালমা, ডা. হোসনে আরা বেগম, ডা. রিফাত আক্তার, এড. বিলকিস আরা মিতু, এড. রুনা কাশেম, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. ময়নাল হোসেন, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. আয়শা আক্তার সনজি, ডা. হাসান আল মান্না, ডা. সাগর আজাদ, ডা. আহমদ উল্লাহ চৌধুরী, ডা. নুরুল আবছার খান, ডা. মিনহাজুল আলম, ডা. মো. মঈনউদ্দিন, ডা. সাকিবুর রশিদ, এড. তৌহিদুল ইসলাম, সাংবাদিক এফ.এ.এফ রুমি, নারীনেত্রী আরজু শাহাবউদ্দিন, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আলামিন, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ প্রফেসর ডা. লুৎফর রহমান, ডা. সুলতান মাহমুদ হাসান, এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক আবু নাছের, অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক মো. আবদুল মাবুদ, অধ্যাপক জহুরুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম ও গোলাম ফারুক।