অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আহত যুবলীগ নেতার মৃত্যু

0
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ আবু তাহের মারা গেছেন।

আজ বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু তাহের সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরী মার্কেটের একটি দোকানে সিলিন্ডার রেখে বাজারজাত করতেন। গত ১৫ আগস্ট বিকেলে সেখানে কর্মরত আবু তাহেরের দুই কর্মী সিলিন্ডার রিফুয়েলিং করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীদের বাঁচাতে আগুন নেভানোর এন্টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আবু তাহের সেখানে প্রবেশ করে।

এসময় কর্মীদের বাইরে বের করে দিলেও একটি সিলিন্ডার বিস্ফোরণে আবু তাহের গুরুতর দ্বগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বিএসএমএমইউ’র বার্ন ইউনিটেই তার চিকিৎসা চলছিল। সেখানেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আবু তাহের নামে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন বলে কিছুক্ষণ আগে শুনেছি।