অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২০ বছর পর আজ উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

0
.

দীর্ঘ ২০ বছর পর আজ (২৫ জুলাই) মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।  নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনর প্রস্তুতির কথা তুলে ধরে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন রিয়াজ জানান, দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে ২৫ জুলাই মঙ্গলবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৯ টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও ১০০০ জন ডেলিগেট।

তিনি আরো জানান, সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আৰু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি. আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা থাকবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু।

এছাড়াও বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ সালাম, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মাহফুজুর রহমান মিতা এম.পি, চট্টগ্রাম-৩ সংসদীয় আসন, দিদারুল আলম এমপি, চট্টগ্রাম-৪ সংসদীয় আসন, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম আজিম,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ.কে.এম আজগর আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাবেদুল আলম মাসুদ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সাইফুল্লাহ আনসারী,  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর।

এ সম্মেলন সভাপতিত্ব করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী।

এদিকে, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ–উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নেতা চালাচ্ছেন তদবির।

উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলায় নেতা-কর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করেছেন ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড।  সম্মেলনস্থল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের আশেপাশের এলাকা কাজীর দেউড়িতে লাগানো হয়েছে পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, প্লেকার্ড।

এর আগে, ২০০৩ সালে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।