অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আ’লীগ নেতার মদের দোকানে র‌্যাবের অভিযান

1
.

চট্টগ্রামে আওয়ামীলীগ নেতার মদের দোকানে ঘেরাও করে র‌্যাব অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় বস্তাভর্তি এক হাজার লিটার মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে মহনগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ফিশারীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দোকান থেকে কৌশলে পালিয়ে যান মহানগর আওয়ামী লীগ নেতা অনুপ বিশ্বাস।

গ্রেফতারকৃতরা হলো-প্রদীপ কুমার বিশ্বাস (৬০), কিশোর কুমার বিশ্বাস (৫৮), সজীব দাস (২৮), সমীর দাস (২৭)।

আজ সোমবার সকালে র‌্যাব ৭ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে দোকানটিতে দেশিয় তৈরি মদ সংরক্ষণ বিক্রি করে আসছিল।

দোকানটির মালিক স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী অনুপ বিশ্বাস। নানান অভিযোগে দোকানটিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত অনুপ বিশ্বাস পালিয়ে যায়। এসময় বিভিন্ন বস্তাভর্তি বিপুল পরিমাণ মদ জব্দ এবং দোকানের ম্যানেজারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত সিটি করপোরেশন নির্বাচনে পাথরঘাটা ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন অনুপ বিশ্বাস ।

১ টি মন্তব্য
  1. Monir Hoque বলেছেন

    রাজনীতির নাম দিয়ে যত আকাম কুকাম আছে সব করছে এ সমস্থ রাজনৈতিক নেতাদের গ্রেরাফতার করে সরাসরি ফাসিঁ দেয়া হোক