অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যশোরে বাসচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৭

0
.

যশোর সদর উপজেলার লেবুতলায় বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলা এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর থেকে মাগুরাগামী একটি বেপোরোয়া গতির লোকাল বাস মাগুরামুখী একটি যাত্রীবোঝাই ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে।নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটকে অভিযান অব্যহত রয়েছে। ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন।

এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।