অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

0
তামিম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন সদ্য অবসর নেওয়া এই ক্রিকেটার। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। আগামী ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবেন। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে আছেন তার স্ত্রী আয়শা। এছাড়া আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা।

গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও জানাননি তিনি।