অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি নেতা মিলন হত্যাকারী মঈন উদ্দিন-ফখরুদ্দীনের বিচার বাংলার মাটিতে হবেই

0
ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের শিকার আ. কাদের মিলনের কবরে শ্রদ্ধা জানান বিএনপি নেতৃবৃন্দ।

মঈনউদ্দীন ফখরুদ্দীন সরকারের সেনা শাসনে নীল নকশার ষড়যন্ত্রের শিকার চট্টগ্রামের আলোচিত রাজনীতিবিদ নগরীর জালালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার শহীদ আব্দুল কাদের মিলনকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছিল তৎকালিন সেনা শাসকরা।

২১ জানুয়ারি শনিবার ছিল আব্দুল কাদের মিলনের ১০ম মৃত্যু বার্ষিকী । এ উপলক্ষে নগরীর বায়েজিদ থানা ও জালালাবাদ ওয়ার্ডের উদ্যোগে বায়েজিদ বোস্তামী (রহ.) মাজারস্থ কবরস্থানে মরহুমের কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মঈনউদ্দীন ফখরুদ্দীনের অবৈধ ১/১১’র সরকারের রোষানলের শিকার সাবেক কমিশনার মহানগর বিএনপি আব্দুল কাদের মিলন। আব্দুল কাদের মিলনের জনপ্রিয়তায় সেনা শাসক গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে তাকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে। তারা মনে করেছিল আব্দুল কাদের মিলনকে হত্যা করলে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিএনপি বাংলার ষোল কোটি মানুষের জনপ্রিয়তায় আকাশচুম্বী। তাই আবারো দেশে গণতন্ত্র ফিরে আসলে আব্দুল কাদের মিলন হত্যাকারীদের বিচার করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুল কাদের মিলন হত্যাকারীদের ক্ষমা নেই। সারা বাংলাদেশে যেসব গুম, খুন, হত্যা করা হচ্ছে প্রত্যেক হত্যাকান্ডের বিচার বাংলাদেশের মানুষ একদিন গণআদালতের মাধ্যমে করবে।

এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সহ-সাংঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আব্দুল কাদের মিলনের বড় ভাই আব্দুল কুদ্দুস, এক মাত্র ছেলে ইরফান মজুমদার মিতুন, নগর বিএনপি নেতা ইস্কান্দর মির্জা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি মুহাম্মদ সামশুল আলম, এস.এম. আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আইয়ুব খান, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সামশুল আলম, বায়েজিদ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এস.এম. জি আকবর, মুহাম্মদ বেলাল, নগর যুবদল নেতা এস.এ. রব, সাইফুর রহমান শপথ, বিএনপি নেতা ডা. মুহাম্মদ ছাদেক, মুহাম্মদ ইদ্রিস আলী, ডা. মুহাম্মদ ফরিদ, নুর মোহাম্মদ, মোঃ শাহ আলম, আমিনুল হক বাবুল, মকবুল আহমেদ, মোঃ ফোরকান, আব্দুর রহিম, আব্দুল কাদের জসিম, মুহাম্মদ ইসমাইল, নুরুন্নবী মিলন, মোঃ মামুন, হর্কার ফেডারেশন নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ আবু মুছা, মোঃ রফিক, এরশাদ হোসেন আব্দুল হাই, আনিসুর রহমান, মুহাম্মদ আবসার, মোঃ আজগর হোসেন, ওয়াহিদুল আলম, আমিনুল হক লিটন, আব্দুর রশিদ টিটু, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।