অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীর শ্যামলীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

0

রাজধানীর শ্যামলী সিনেমা হলের পাশে ২০তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৯তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৯তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। তবে সম্পূর্ণভাবে ভিতরে থাকা লোকজনকে নামানো সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগা ভবনটি থেকে ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। এদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী রয়েছেন ৪ জন।