অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ছাত্রলীগের উপহার

0
শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

চট্টগ্রামে এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার নগরীর বন্দর থানার পোর্ট কলোনীতে বসবাসরত আসন্ন এস.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সুজনের সার্বিক সহযোগিতায় মাহমুদুর রহমান লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আজিম রনি বলেন, শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের নিশ্চয়তার দাবিতে চট্টগ্রামের ছাত্রলীগ পরিবার বিগত কয়েক বছর সোচ্চার ভূমিকায় রয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বখাটে, ইভটিজার, বহিরাগতমুক্ত রাখতে আমরা সভা সমাবেশ করে দাবি জানিয়ে আসছি। সুপেয় পানির ব্যবস্থা করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। স্কুল কলেজগুলো সামনে গতিপ্রতিরোধক নির্মাণ করার দাবিতে বিভিন্ন সময় স্কুলে স্কুলে ও কলেজে কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

বিগত সময়ের পরীক্ষা শুরুর আগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গণপরিবহণে শিক্ষার্থীদের অগ্রাধিকারের দাবিতে জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ সোচ্চার ছিল। আর এ বছর আসন্ন এস.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের অংশগ্রহণকে উপলক্ষ করে ঐতিহ্যের সংগঠন, মেধার সংগঠন, সৃজনশীল ছাত্ররাজনীতির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিজেদের সামর্থ অনুযায়ী এই সামান্য উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, তোমরা আগামি দিনের শোষণমুক্ত সুন্দর সমাজ বির্নিমাণ করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের অসম্প্রদায়িক চেতনার জাতি গঠনে মূখ্য ভূমিকা পালন করবে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইদুর রহমান বাবু, মো. ইসমাইল হোসেন, সাইদুর রহমান নকীব প্রমুখ।