অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আম পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

0
.

জেলার সীতাকুণ্ড উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্রে করে দুপক্ষের মারামারির ঘটনায় ফরিদুল আলম (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার জামাল কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল আলম ওই এলাকার মকবুল আহমেদের ছেলে।

খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল শুক্রবার রাতে ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান বলেন, ‘প্রতিবেশী জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে ফরিদুল আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সেই ঘটনার জেরে শুক্রবার রাতেই পুনরায় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফরিদুল আলম গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’