অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গণতন্ত্রের নামে সরকার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: এ্যাবের আলোচনা সভায় ডা. শাহাদাত

0

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, মানুষের স্বাধীনতা নেই। কথা বলার স্বাধীনতা নেই। সত্য প্রকাশ করতে পারবেন না। সত্য বলার কারণে প্রথম আলোর সাংবাদিকদকে জেলে যেতে হয়েছে। তিনি বলেন গণতন্ত্রের নামে সরকার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

দেশে আজ কোন স্থিতিশীলতা নেই ছাগলের মাংসের দাম বেড়েছে, গরুর মাংসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে,পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তা বলতে পারবেন না। এটা বললেই আপনাকে জেলে যেতে হবে। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। এটা আমার বেঁচে থাকার অধিকার। আজ এসব কিছু বলতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে।

তিনি শনিবার এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে আয়োজিত এই ইফতারপূর্ব আলোচনা সভায় ডা. শাহাদাত হো‌সে‌ন আরও বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাটা। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন কালা কানুন বাতিল করুন।  অবিলম্বে গণমাধ্যম কর্মীদের দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার দা‌বি জানান।

সবাই উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসান বক্কর, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, প্রকৌশলী মানজারে রশিদ, সাংবাদিক মোঃ শাহনওয়াজ, ডাক্তার জসিম উদ্দিন।

বক্তব্য রাখার ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ডাক্তার ইশা চৌধুরী, এডভোকেট মফিজুর রহমান ভূঁইয়া, আতিকুজ্জামান বিল্লাহ, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন নাহিদ।

উপস্থিত ছিলেন ডাক্তার মোনায়েম ফরহাদ, রোটারিয়ান জসীম উদ্দীন, ডাক্তার তমিজ উদ্দিন মানিক, ডাক্তার বেলায়েত হোসেন ঢালি, এডভোকেট জালালুদ্দিন পারভেজ, মহিলা নেত্রী মনোয়ারা বেগম মনি, এডভোকেট তৌহিদুল আলম, এডভোকেট আয়শা আক্তার মিতু, এডভোকেট আসমা খাতুন, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার সুমন, ইঞ্জিনিয়ার ওসমান গনি প্রমূখ।