অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উখিয়ায় রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

0

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১৫ মার্চ) ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রশিদ (৩৫) বালুখালী ক্যাম্পের বাসিন্দা ও ক্যাম্পের স্বেচ্ছাসেবক ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: আলী বলেন, ক্যাম্পের একটি এনজিও অফিস এলাকায় রাতে পাহারা শেষ করে নিজ শেডে ফিরছিল রশিদ। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

এ দিকে গত কয়েক মাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা নিহত হয়েছে। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার ঘর-বাড়ি পুড়ে যায়। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন।