অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড!

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন এসিল্যান্ড মো.আলাউদ্দিন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মধ্যম করলডেঙ্গায় অভিযান চালিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করেন তিনি।

কনে স্থানীয় গাউছিয়া তৈয়বিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ে।

সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন পাঠক ডট নিউজকে জানান, ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে তা বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পরিবারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত কনের অভিভাবকদের বাল্য বিয়ের কুফলে সম্পর্কে বোঝানো হয়।