অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

0

সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা দুই দিনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবীর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আলোচনার আশ্বাসে কেন্দ্রিয় সিদ্ধান্তে কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।

কর্মসূচি স্থগিত ঘোষণার পর পরই আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেছেন।

এর আগে সকাল থেকে দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিল চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন কার্যত বন্ধ হয়ে পড়ে। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টম হাউসের ফটকে সমাবেশ করেন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আকতার হোসেন বলেন, সোমবার (৩০ জানুয়ারি) দাবী মানার আশ্বাস পেয়ে বিকেল সাড়ে চারটায় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।

তিনি জানান, আমাদের দাবির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আগামী ৭ ফেব্রুয়ারি আলোচনার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।

কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারাদেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।