অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ডেঙ্গু আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

0
আর্জু দত্ত প্রান্তিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর মা ও শিশু হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর্জু দত্ত প্রান্তিক নামে ৭ বছর বয়সী এ শিশুটি আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে মারা যায়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডাক্তার মিশু তালুকদার রেজিস্টার (পেডিয়াট্রিক আই সি ইউ) বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু আর্জু দত্ত জামালখানের বাসিন্দা পংকজ দত্তের ছেলে। গত ৩ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডেঙ্গু পজেটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর তিনদিন আগে গত ৫ নভেম্বর ডেঙ্গুতে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।

ডাক্তার মিশু তালুকদার বলেন, ‘৩ তারিখ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন টেষ্ট করলে ডেঙ্গু পজেটিভ আসে। ডেঙ্গু ছাড়া আর কোন জটিলতা তেমন ছিলনা। পরিবারে আর কারো ডেঙ্গু শনাক্ত হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।’