অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পূজামণ্ডপে মাতলামি: লোহাগাড়ায় দণ্ডিত স্বেচ্ছাসেবক লীগ নেতা গিরু কারাগারে

0

পূজামণ্ডপে ঢুকে মাতলামি করার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় জুয়েল হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

বুধবার (৫ অক্টোবর) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।

দণ্ডপ্রাপ্ত জুয়েল হিরু উপজেলার জুটপুকুরিয়া এলাকার মুহাম্মদ আইয়ুবের ছেলে এবং বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, পূজামণ্ডবে মদ্যপান করে আগত দর্শনার্থীদের অশালীন গালিগালাজ ও বিশৃঙ্খলার চেষ্ট করছিল জুয়েল। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুয়েল হিরুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জুয়েল হিরু আমাদের কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পূজামণ্ডপে মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বলে আমরা জানি। তার বিরুদ্ধে এখনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কমিটির সদস্যদের নিয়ে বসে একটি সিদ্ধান্ত নেয়া হবে।