অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে ভয়াবহ আগুনে ৬৫ বসতঘর পুড়ে ছাই

0
.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৫টি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট ব্যক্তি। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিচ্ছেন।

ক্ষতিগ্রস্থ্যদের দাবী এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মত। বিদ্যুতের শর্কট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

.

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে জেলেপাড়ায় হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন ওই পাড়ার লোকজন। নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কারণে আহত বা নিহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভানোর সময় কয়েকজন আহত হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে জলদাস পাড়ার ৬৫টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।