অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফুলকলির মিষ্টিতে ভেজাল, দেড়লাখ টাকা জরিমানা

0
.

দইয়ে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অপরাধে চট্টগ্রাম মহানগরীর সুপরিচিত মিষ্টির ব্র্যান্ড ফুলকলি মিষ্টি কারখানার দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নগরীর বাকলিয়া এলাকায় ফুলকলির কারখানায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানায়, ফুলকলির কারখানায় অভিযানে দেখা যায়, সেখানে বিক্রির জন্য রাখা দইয়ে তেলাপোকা এবং মিষ্টিতে মরা মাছি ভাসছে। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও বেকারিপণ্য তৈরি করা হচ্ছিলো। নোংরা পরিবেশে মুরগি কাটাকাটি করা হচ্ছিলো। এসব অপরাধে এই কারখানার নগদ দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।