অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কলকাতায় গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চবির ছাত্রী মুন

0
.

মায়ের চিকিৎসার করতে ভারতে গিয়ে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নিহত শিক্ষার্থীর নাম শাজমিলা জিসমাম মুন। গুরুত্বর আহত হয়েছেন তাঁর মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. শিরিন আরা চৌধুরী ডলি।

মৃত জিসমাম মুন চবি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের শারীরিক চেক আপের জন্য মুন, এবং তার বড় ভাই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাফওয়ান জাসির চৌধুরী ঈদুল আজহার দুই দিন আগে কলকাতা গিয়েছিলেন তাদের মাকে নিয়ে। ২/১ দিনের মধ্যে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল।

নিহত মুনের বাবা এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী জানান, ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার (১২ জুলাই) মুন মারা যায়। তাদের মা ড. শিরিন চৌধুরী ডলির জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।