অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে নতুন বইয়ের গন্ধে আত্মহারা শিক্ষার্থীরা

0
.

ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ফটিকছড়িতে সরকারী ও বেসরকারী স্কুলগুলো বই উৎসব উদ্যাপিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা।

রবিবার সকালে উপজেলার ২২১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয, ৯৭ টি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা এবং ৫৪ টি এবতেদায়ী মাদ্রাসাসহ ৩৭২ শিক্ষা প্রতিষ্ঠানে এক সাথে বই বিতরণ করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মুহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনসহ স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা ।