অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চলছে দুইদিনের বিজয় নাট্য উৎসব

0
.

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের উদ্যোগে স্টুডিও থিয়েটার মঞ্চে দুদিনব্যাপি (২৯ ও ৩০ ডিসেম্বর)  বিজয় নাট্য উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্য উৎসবের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী সজল চৌধুরী, ডি.কে দাশ মামুন, মোজাম্মেল হক, পার্থ প্রতিম নাহা রনি প্রমুখ। নাট্যকর্মী লালন দাশের সঞ্চালনায় সভায় সভাপতি নাট্যজন শেখ শওকত ইকবাল বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ ফসল আমাদের মঞ্চ নাটক। নাট্যকর্মীরা তাদের শ্রম, ঘাম ও মেধা দিয়ে নিরলস নাট্যচর্চার মধ্যদিয়ে প্রগতিশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে।

সবশেষে মিলনায়তনে চট্টল থিয়েটার সন্ধ্যা ৬.৩০টায় পরিবেশন করে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে শেখ শওকত ইকবাল এর নাট্যায়ন ও নির্দেশনায় মঞ্চ নাটক “রাক্ষসী” মঞ্চস্থ্ হয়।

আজ শুক্রবার সমাপনী দিনে বিকাল ৫টায় আলোচনা ছাড়াও সন্ধ্যা ৬.৩০টায় স্টুডিও থিয়েটার মঞ্চে স্লোগান পরিবেশন করবে “প্রেক্ষাপট’৭১”।